Games

রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

প্রতিষ্ঠান প্রধানে বাণী


শুভেচ্ছাবাণী


শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষক হলেন সেই মেরুদন্ডের নির্মাতা। শিক্ষার উপর নির্ভর করছে জাতির নির্দেশনা। আর জাতির উন্নতি মানেই দেশের উন্নতি। সেই লক্ষ্যে আমি কয়েকজন বন্ধু নিয়ে একটি কলেজ গড়ার স্বপ্ন দেখি, সিদ্ধান্ত নিই এবং সে মোতাবেক কাজ শুরু করি। এলাকার কিছু গণ্যমান্য ও শুভানুধ্যায়ী ব্যক্তি আমাদেরকে উৎসাহিত করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবশেষে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সাবেক সংসদ সদস্য, জয়পুরহাট-২ জনাব আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান এর পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় কলেজটির গোড়া পত্তন করি।  তাঁরই প্রচেষ্টায় রাষ্ট্রীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির কলেজ প্রাঙ্গনে পদাচারণা সম্ভব হয়েছে।


          কালাই মহিলা ডিগ্রি কলেজটি আপনার, আমার, সবার। কলেজটি সার্বিক উন্নয়নের লক্ষ্যে এলাকাবাসী, উপজেলা  ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট কো-অপারেশন পেয়েছি। কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমি দেশের অনেক নামিদামী কলেজের অধ্যক্ষের সাথে এখনো শেয়ার করে চলি। আমার দীর্ঘদিনের অধ্যক্ষের অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে প্রয়োগের সর্বাত্মক চেষ্টা করি। আমার শিক্ষকগণ খুবই কর্মঠ। তাদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিকতা শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনে এবং প্রতিবছর ভালো ফলাফল নিশ্চিত করে।

          পরিশেষে আমি শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সুধী অবিভাবক, কলেজ শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ, ‍“এক নজরে কালাই মহিলা ডিগ্রি কলেজ” সম্পাদনায় তথ্য উপ-কমিটিসহ সবাইকে জানাই গভীর কৃতজ্ঞতা।






(মোঃ নাজিম উদ্দিন)
অধ্যক্ষ.
কালাই মহিলা ডিগ্রি কলেজ
কালাই, জয়পুরহাট।
০১৭১১-৯৬৫১২৯

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন